জন্মভূমি ডেস্ক : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আচরণবিধি মেনে চলতে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চিঠি দেয়া হয়েছে।
বুধবার (১০ মে) দুপুরে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন এ চিঠি পাঠিয়েছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।
তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বর্তমানে খুলনায় অবস্থান করছেন। আগামী ১২ থেকে ১৪ মে খুলনায় তার কর্মসূচি রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দিয়ে তার বাসায় চিঠি পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া আগামী ১২ থেকে ১৪ মে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের খুলনা সফরসূচি রয়েছে। সে কারণে দুজনের কাছে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আচরণবিধি মেনে যাতে তারা সরকারি প্রোগ্রাম করে সেই সহযোগিতা চেয়ে দুই প্রতিমন্ত্রীর পিএসকে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে নির্বাচন আচরণ বিধিমালা মানার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত