
জন্মভূমি রিপোর্ট : খুলনাসহ পাঁচ সিটি কর্পোরেশন ও পাঁচ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।
রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। প্রথম দিনেই খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। যা নিশ্চিত করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
দ্বিতীয় দিনে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুনু ইকবার বিথার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন ও জমা দেন।
দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে নিশ্চিত করে রুনু ইকবার বিথার বলেন, দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছি। বাকিটা দলের কাছে। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে একটি পরিকল্পিত গ্রীন, ক্লিন ও স্মার্ট নগরী উপহার দেবো।
জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুন নেতৃত্ব এবং আগামী দিনে প্রধানমন্ত্রী যে বাংলাদেশ গড়তে চান, সেক্ষেত্রে খুলনাবাসীর আশার প্রতিফলন ঘটেনি বিগত দিনে। দল যদি আমাকে মনোনয়ন দেয়, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সিটি কর্পোরেশনকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চাই।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশন এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।