বিজ্ঞপ্তি : নগরীর ১, ১৬ ও ১৮নং ওয়ার্ডে শুক্রবার দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাধারণ জনগণের কথা বিবেচনা ও পরামর্শে আলেকে কেসিসির হোল্ডিং ট্যাক্স ও বাড়িভাড়া নিয়ন্ত্রণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দলের মেয়র প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
আব্দুল আউয়াল বলেন, বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তাদের অস্বাভাবিক ট্যাক্স নির্ধারণের কারণে সিটি করপোরেশনে বসবাসকারীরা বিরক্ত। হোল্ডিং ট্যাক্স ও বাড়িভাড়া বাড়ার বিষয়ে তিনি বলেন, নগরীর বেশ কিছু এলাকা সিটি করপোরেশন আওতাভুক্ত হলেও জনগণের কোনো নাগরিক সুবিধা বাড়েনি। সম্পদ ও সেবা না বাড়লেও ট্যাক্সের বোঝা ঠিকই বেড়েছে। অবস্থার পরিবর্তনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
সিটি করপোরেশনের অবস্থার বিষয়ে তিনি বলেন, পরিকল্পনার অভাব ছিল। সিটি করপোরেশনের মোট আয়তনের অর্ধেকের বেশি অনুন্নত এলাকা। যেখানে কোনো নাগরিক সুবিধা নেই। এমনকি শিল্প-কারখানাও নেই।
সব এলাকার ট্যাক্স নির্ধারণ নিয়ে আব্দুল আউয়াল আরও বলেন, বাসা ভাড়া সাশ্রয়ী করতে বাড়ির মালিকদের উপর হোল্ডিং ট্যাক্স ৩০% কমানো হবে এবং ভাড়া সাশ্রয়ী করতে বাড়িওয়ালা এবং ভাড়াটেদের নিয়ে একটি পৃথক কমিটি গঠন করা হবে”। হাতপাখা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করা হলে হোল্ডিং ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নিয়ে আনবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড নেতৃবৃন্দ ও মুফতি ইমরান হুসাইন, শেখ হাসান ওবায়দুল করিম, আবু গালিব, রবিউল ইসলাম তুষার, আব্দুল্লাহ আল নোমান, নুরুজ্জামান বাবুল মুনির শেখ, আলাউদ্দিন, এম এ সাদী প্রমুখ।