
বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দু:স্থ ও স্বল্প আয়ের মানুষের মাঝে কেসিসি’র পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দু:স্থ, অসহায় ও স্বল্প আয়ের মানুষের কল্যাণে সবসময় নিবেদিত উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারীকালে তিনি সাধারণ মানুষকে ব্যাপক সহায়তা প্রদান করেছেন। সেই ধারাবাহিকতায় মাহে রমজানে প্রায় এক কোটি মানুষকে তিনি সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছেন। এছাড়া তিনি জনগণকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছেন। সিটি মেয়র গতকাল সোমবার সকাল ১০টায় নগরীর ২১ ও ৩০ নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র ও শিশুদের পুষ্টি সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কেসিসি’র পক্ষ থেকে এ ঈদবস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে। সিটি মেয়র সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরেন এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, কেসিসি’র কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপন, এস এম মোজাফফর রশিদী রেজা, সংরক্ষিত আসনের কাউন্সিলর রেকসনা কালাম লিলি, সাবেক সংরক্ষিত আসনের কাউন্সিলর হালিমা ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

