
ক্রীড়া প্রতিবেদক : ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১৮ সালে দিল্লির দায়িত্ব নিয়েছিলেন পন্টিং। ২০২১ সালে প্রথমবারের মতো আইপিএল ফাইনালে ওঠে দিল্লি। তবে এরপর থেকে শুধু হতাশাই উপহার দিয়েছে ভারতের রাজধানীর এই দলটি। টানা ৭ বছর কোচিং করানোর পর এবার ইতি টেনেছেন সাবেক অষ্ট্রেলিয়া ব্যাটার। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দায়িত্ব থেকে পন্টিংয়ের সরে যাওয়ার বিষয়টি জানিয়েছে দিল্লি ক্যাপিটালস।
পন্টিংকে ধন্যবাদও জানিয়ে দিল্লি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘আমাদের প্রধান কোচের দায়িত্ব থেকে আপনার সরে যাওয়াটা মেনে নেয়া আমাদের জন্য অনেকটাই কঠিন। প্রত্যেক মৌসুমেই চারটি বিষয় বলতেন- যতœ, প্রতিশ্রুতি, মনোভাব এবং প্রচেষ্টা আমাদের ভালো একটি মৌসুম উপহার দিবে। সাতটি মৌসুম কাটিয়েছি, আমারা যাতে আরও ভালো করতে পারি তা করেছেন। প্রতিটি প্রশিক্ষণ সেশনে পৌঁছেছেন। ডাগআউটে আপনি ততক্ষণ নখ কামড়াতেন, যতক্ষণ না কেউ আর বাকী আছে।’
‘ড্রেসিংরুমে আপনার অনুপ্রেরণার কথা বলতে গেলে আলাদা পোস্ট লিখতে হবে। সাতটি বছর আমাদের আলিঙ্গন করেছেন। নতুন, সুপারস্টার এবং দলে থাকা সকলকেই একমুষ্ঠিতে বেঁধেছেন। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ কোচ।’
এদিকে পন্টিংয়ের জায়গায় দায়িত্ব নিতে পারেন বর্তমানে দিল্লির টিম ডিরেক্টর হিসেবে কাজ করা সৌরভ গাঙ্গুলি। নতুন কোচের নিয়োগ চূড়ান্ত হওয়ার আগে দায়িত্ব গিয়ে পড়বে সহকারী কোচ প্রবিন আমরের ওপর।
নাম প্রকাশ না করার শর্তে দিল্লির টিম ম্যানেজমেন্টের এক সদস্য পিটিআইকে বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রিকিকে জানিয়ে দিয়েছে, দল সাত বছরেও চ্যাম্পিয়ন হতে পারেনি, বিষয়টিতে তারা খুশি নন। নতুন কাউকে দায়িত্বে আনার কথা ভাবছেন তারা। তিনি (পন্টিং) পরের বছর আর থাকছেন না।’