ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের মোকছেদ ফকিরের সঙ্গে একই বংশের ইব্রাহীম ফকিরের দীর্ঘদিন ধরে বংশে প্রভাব বিস্তার করা নিয়ে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে আজ শুক্রবার সকালে ইব্রাহীম ফকিরের লোকজন বর্ষাপাড়ার বিলে মাছের ঘের কাটতে গেলে মোকছেদ ফকিরের লোকজন বাধা দেয়। এই বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত