জন্মভূমি ডেস্ক : কোটা ইস্যুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন আগামী ১ মাসের জন্য স্থগিত করার পরামর্শ দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমি মনে করি- সরকারি চাকরিতে কোটার সংস্কার সরকারও চায়, শিক্ষার্থীরাও চায়। মাঝ থেকে এই বিষয়ে বেশি আন্দোলন বা ছাত্রলীগের অবস্থান কর্মসূচি থেকে বিরত থাকা উচিত। দুই পক্ষই যেহেতু কোটার সংস্কার চাচ্ছে তাই ১ মাস আন্দোলন বিরত রেখে উভয়ের মধ্যে দরকষাকষি করে সমাধান হোক।
তিনি বলেন, আজকে আন্দোলনের ঘোষণা দিয়েছে কোটা বাতিল চাওয়া শিক্ষার্থীরা। অপরদিকে ছাত্রলীগও কর্মসূচি দিয়েছে। এতে করে মনে হচ্ছে সংঘাত হবে নিশ্চিত। তাই আমি মনে আন্দোলন আগামী ১ মাসের জন্য স্থগিত করা হোক।
মনে হচ্ছে এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সরকারবিরোধীরা যুক্ত হচ্ছে। সরকার এমনটাই মনে করছে। এজন্যই সংঘাত হচ্ছে। আমার মতে— আন্দোলন আগামী ১ মাসের জন্য স্থগিত করা উচিত।