জন্মভূমি ডেস্ক : নির্ধারিত পারিশ্রমিক নিয়েও শিডিউল না দেওয়ার অভিযোগ উঠেছে শাকিব খানের নামে। এ অভিযোগ ‘নাম্বার ওয়ান শাকিব খান’খ্যাত নির্মাতা বদিউল আলম খোকনের।
নির্মাতার দাবি, তার নতুন সিনেমা ‘নীল দরিয়া’-তে অভিনয়ের জন্য পারিশ্রমিকের ৪০ লাখ টাকা অগ্রিম দেওয়া হয় শাকিব খানকে। কিন্তু ‘প্রিয়তমা’ সিনেমা হিট হওয়ার পরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন শাকিব খান। তিনি আরো ৬০ লাখ টাকা দাবি করছেন। এ বিষয়ে শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি।
তবে সূত্র বলছে, শাকিব খানের ভাষ্য আগের মতো ১০-১২টি সিনেমা করবেন না। বছরে ২-৩টি সিনেমা করবেন। এই কারণে পারিশ্রমিক বাড়াচ্ছেন।
তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, শাকিবের ক্যারিয়ারের উত্থানের পেছনে বদিউল আলম খোকনের বড় ভূমিকা রয়েছে। শাকিব খানকে নিয়ে তিনি ডজনেরও বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন।
জানা যায় মাস কয়েক আগেও শাকিব খানের পারিশ্রমিক ছিল ৩৫-৫০ লাখ টাকার মধ্যে।
কিন্তু ‘প্রিয়তমা’ সিনেমাটির সাফল্যের পর পারিশ্রমিক এক কোটি টাকা চাচ্ছেন ঢালিউডের এই শীর্ষ তারকা। মূলত এ কারণেই আটকে যায় ‘নীল দরিয়া’ সিনেমার শুটিং।
বদিউল আলম খোকন বলেন, বর্তমানে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে এক কোটি বা দুই কোটি টাকা নিতেই পারেন শাকিব খান। এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকেই সিনেমার জন্য চূড়ান্ত করেছিলাম। এখন তিনি আমাদের কাছে এটা দাবি করতে পারেন না। তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে তো হবে না। এটা ভীষণ অন্যায়।
তিনি এ প্রশ্নও করেন শাকিবের উদ্দেশে, যদি ‘প্রিয়তমা’ হিট না হতো তাহলে কি তাকে দেওয়া চল্লিশ লাখ থেকে ২০ লাখ প্রযোজককে ফেরত দিতেন শাকিব?
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত