
সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই হবে। কোন পরাশক্তি নেই নির্বাচন প্রতিহত করার।
তিনি বলেন, বাংলাদেশ এবং শেখ হাসিনা যখন বিশ্ব আলোচনায়, বিশ্বের রোলমডেল ঠিক তখনই বিরোধীরা সমাবেশে করতে ব্যর্থ হয়ে হরতাল অবরোধের নামে আবার অগ্নি সন্ত্রাস আর মানুষ পুড়িয়ে মারা শুরু করেছে। সে জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে। খুনি-দুর্নীতিবাজ লুটপাটকারী ওই বিএনপি-জায়ামাতের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মন্তব্য করে তিনি বলেন, কোন ভাবেই স্বাধীনতা বিরোধীদের হাতে দেশকে ছেড়ে দেয়া যাবে না। আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে।
আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভা সফল করার লক্ষ্যে বুধবার সাতক্ষীরা শহরের একটি রিসোর্ট সেন্টারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাসিম এ সব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলী সদস্য ডা. আ ফ ম রুহুল এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় সাতক্ষীরা থেকে লক্ষাধিক মানুষ খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জেলা আওয়ামী লীগের নেতৃব›ৃদ উল্লেখ করেন। ইতিমধ্যে প্রতিদিন সাতক্ষীরার সাতটি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিকভাবে প্রস্তুতি সভা কার্যক্রম অব্যাহত রেখেছে নেতা-কর্মীরা।