জন্মভূমি ডেস্ক : মাঠের বাইরে প্রায়ই সমর্থক ও জনগণের কল্যাণে নিজেকে মেলে ধরেন বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার দেশের ক্রিকেটারের এই পোস্টারবয় প্রতিষ্ঠা করলেন নিজের নামে ক্যানসার ফাউন্ডেশন ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’।
কীভাবে আপনি বাড়িতে আপনার রক্তনালী পরিষ্কার করতে পারেন তা জানুন।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন করা হয় এই ফাউন্ডেশনের।
অনুষ্ঠানে সাকিব বলেন, মাহে রমজানের প্রথম দিন, আবার জুমার দিন, আজ আমার জন্মদিন। আরও একটি কারণে আজকের দিনটি আমার কাছে বিশেষ, সেটি হলো- ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’ চালু হলো আজ থেকে।
তার দাবি, ক্যানসার অনেক ব্যয়বহুল চিকিৎসা, এটা আপনারা জানেন। তাই এটি এগিয়ে নিতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমি অনুরোধ করব, আপনারা সবাই পাশে থাকবেন।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম, নাজমুল আবেদীন ফাহিম এবং সারোয়ার ইমরানসহ অনেকেই উপস্থিত ছিলেন।