জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় শতভাগ আসনের ফলাফল ঘোষণা শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এর মাধ্যমে দলটি টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে। সদ্য অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ক্রীড়াঙ্গনের একাধিক ব্যক্তি। তাদের কেউ হয়েছেন বিজয়ী, আবার কেউ পরাজিত। এক নজরে দেখে নেওয়া যাক সাকিব-মাশরাফীসহ ক্রীড়াঙ্গনের যারা প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদে।
নাজমুল হাসান পাপন : কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিসিবি সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপন নৌকা প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে মো. রুবেল হোসেন ৩ হাজার ২০৬ ভোট পেয়েছে। জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে নুরুল কাদের সোহেল পেয়েছে ৩ হাজার ৬৫ ভোট। এবার নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
মাশরাফী বিন মোর্ত্তজা: নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনে ১ লাখ ৮৫ হাজার ৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি আসনটির বর্তমান সংসদ সদস্য। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট।
সাকিব আল হাসান : ক্রিকেট মাঠের পর এবার রাজনীতির মাঠেও ছক্কা হাঁকালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে হয়েছেন সংসদ সদস্য। ঘোষিত ফলাফল অনুযায়ী ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রেজাউল হাসান পেয়েছেন ৪৫ হাজার ৯৩৩ ভোট।
জাহিদ আহসান রাসেল : গাজীপুর-২ (সদর- টঙ্গী) আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে। ২২ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনকে তিনি পরাজিত করেন।
শফিউল আলম চৌধুরী নাদেল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সালাম মুর্শেদী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ৮৬ হাজার ১৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তুজা রশিদী দারা পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।
আ হ ম মোস্তফা কামাল: আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল নৌকার হয়ে জিতেছেন কুমিল্লা-১০ আসনে। পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জোনাকী হুমায়ুন পেয়েছেন পেয়েছেন ৮ হাজার ৫৪৮ ভোট।
কাজী নাবিল আহমেদ: বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ যশোর-৩ থেকে আওয়ামী লীগের হাল ধরছেন। জয়ী হয়েছেন ১ লাখ ২১ হাজার ৭২০ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট।