
জন্মভূমি রিপোর্ট : ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষিঅঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর দৌলতপুর হর্টিকালচার সেন্টারে এর আয়োজন করা হয়।
প্রধান অতিথি কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ^াস। সভাপতিত্ব করেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ।
উপস্থিত ছিলেন ডিএই এর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা হতে আগত কৃষি উদ্যোক্তাগণ। কর্মশালায় উদ্যোক্তাগণ বলেন, প্রকল্পের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তিসমূহ যেমন পলিমালকের মাধ্যমে সবজি চাষ, অফসিজেন তরমুজ চাষ, টাওয়ার ও বস্তায় সবজি চাষ করে তারা লাভবান হচ্ছেন। ডুমুরিয়ার কৃষি উদ্যোক্তা তাপস সরকার বলেন, প্রকল্পের মাধ্যমে যে পলিনেট হাউজ তৈরি করে দেয়া হয়েছে তাতে তিনি ১লক্ষ সবজির চারা বিক্রি করেছেন এবং বর্ষায় যেখানে সবজির চারা নষ্ট হয়ে গিয়েছে সেখানে পলিনেটে উৎপাদিত চারা সুস্থ্য সবল ছিল।
প্রধান অতিথি বাদল চন্দ্র বিশ^াস তার বক্তৃতায় বলেন, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তিটি খুলনা অঞ্চলের যেসব সমস্যাসমূহ রয়েছে যেমন লবণাক্ততা, পানি নিষ্কাশনের সমস্যা সমাধানে প্রকল্পের মাধ্যমে মিনি পুকুর খনন, বরোপিট খনন, সোলার পাম্পের মাধ্যমে ড্রিপইরিগেশন দিয়ে ফসল আবাদ সত্যিই প্রশংসনীয়। তিনি এ প্রকল্পের পরিসর বৃদ্ধিসহ উত্তরোত্তর সাফল্য কামনা করেন।