
ডেস্ক রিপোর্ট : ক্ষমতায় গেলে কোনো দাবি আদায়ে আন্দোলনের প্রয়োজন হবে না, বরং সরকার নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, অতীতের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে; কিন্তু আমরা কাজে প্রমাণ করতে চাই। তিনি বলেন, আমরা একই ভাষায় কথা বলি, আমরা এক জাতি-সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে।
দেশের মানুষ ভালো হলেও খারাপ রাজনীতিবিদদের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মূল ধরে টান দেবো।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থার অভাব রয়েছে। সন্তানের পড়াশোনার বিষয়টি মা-বাবা নয়, শিক্ষক নির্ধারণ করবে। আমাদের লক্ষ্য-প্রতিটি শিশুকে সম্পদে রূপান্তর করা।
বর্তমান বিচারব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয়; এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে।
তিনি আরও জানান, জামায়াত সরকারে গেলে কোনো নাগরিককে তার দাবি নিয়ে দফতরে দফতরে ঘুরতে হবে না; আন্দোলন ছাড়াই সরকার মানুষের ঘরে সেবা পৌঁছে দেবে।
সরকারে না গেলেও জামায়াতের উদ্যোগে ১০০টি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করা হচ্ছে বলেও জানান দলটির আমির।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত