নড়াইল প্রতিনিধি : “কাজ করতে গেলে ভুল হতে পারে। মনের অজান্তে যদি কখনও কোনো ভুল করে থাকি বা রাজনীতির কারণে আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে থাকলে ক্ষমা চাইছি-ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না”।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে নড়াইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নড়াইল-২ আসনের এমপি এবং কেন্দ্রীয় আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সম্মেলনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন “আমি সবচেয়ে ভালো অন্য সবাই খারাপ এটা মনে করলে চলবে না, আপনার মুখে এককথা আর বুকে অন্যকথা এটা হবে না, আপনার মুখ আর বুক একই থাকতে হবে”।
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, আর কয়েক মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমি সাথে থেকে দলের প্রার্থীর জন্য কাজ করবো। তিনি আগামী দিনের সমস্ত দলীয় কর্মসূচি ঐক্যবদ্ধ হয়ে পালনের আহবান জানান। “মাননীয় প্রধানমন্ত্রী যার উপর আস্থা রাখবেন তার হয়েই আমরা সবাই কাজ করবো”।
সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহ-সভাপতি কৃষিবিদ মো.আব্দুস সালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, জেলা আ.লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরমেয়র আঞ্জুমান আরা। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যার উপর আস্থা রাখবেন তার হয়েই আমরা সবাই কাজ করবো”।