বিজ্ঞপ্তি : মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক বেসরকারি উন্নয়ন সংস্থা নিউসানকে জেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক অনুমোদন প্রদান করা হয়েছে। গত ২ জানুয়ারি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান মো: ফসিউল্লাহ নিউসান সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রায় সমীর কুমারের হাতে এই অনুমোদন তুলে দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ন কবির, মো: জিল্লুর রহমানসহ পরিচালক, উপ-পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ।
অনুষ্ঠানে সারা দেশের ২১টি সংস্থাকে এমআরএ ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক অনুমোদন প্রদান করেন। অনুষ্ঠানে ২১টি সংস্থার প্রধান নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান মো: ফসিউল্লাহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্রঋণ কার্যক্রমের ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের অনুমোদন প্রাপ্ত সংস্থাসমূহ কিভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করবে তার বিস্তারিত তুলে ধরেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত