
সিরাজুল ইসলাম, শ্যামনগর : ক্ষুধার যন্ত্রণায় নিষেধাজ্ঞা মানছে না বেশ কিছু-বানজবীরা । বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে প্রবেশ করছে সুন্দরবনে মাছ কাকড়া আহরণ করতে । তাও শুধু হাতে নয় রীতিমতো বিষ প্রয়োগ করে সুন্দরবন থেকে অহরহ মাছ শিকার করছে এক শ্রেণীর বনজীবীরা তাদের কথা আমরা তো এমনি আসছে না ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থাকতে পারছি না অভাবে তাড়নায় চুরি করা সুন্দরবনে প্রবেশ করছি । তবে বনবিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনী এবার অত্যন্ত তৎপর থাকায় পতি নিয়ত পশ্চিম সুন্দরবন ও পূর্ব সুন্দরবন থেকে অবৈধভাবে প্রবেশ কারি মাছ কাকড়া আহরণকারীদের আটক করে বন মামলা দেওয়া হচ্ছে। এদিকে সুন্দরবনে এলা জুলাই থেকে বি এল ছি নবায়ন সার্টিফিকেট প্রদানের কাজ চলমান রয়েছে চলবে ৩১ শে জুলাই পর্যন্ত । সুন্দরবন পশ্চিম ও সুন্দরবন পূর্ব-বিভাগ থেকে জানা গেছে ১৬টি স্টেশনে প্রায় বারো হাজার বিএনসী রয়েছে এই বি এল সির বিপরীতে বাসপারমেট দেওয়া হয় সেই পাসপারমেন্ট নিয়ে বনজীবী মৌয়ালি বাওয়ালি পর্যটক সুন্দর মনে প্রবেশ করে । এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে সুন্দরবনের দুই বিভাগ থেকে নিষেধাজ্ঞার সময় বেশ কিছু অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ কারীদের আটক করে তাদের বিরুদ্ধে বন মামলা দেওয়া হয়েছে। এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত সুন্দরবনের ১৬টি স্টেশনে প্রায় চার হাজারের মতো বি এল সি নবায়ন হয়েছে বাকি বি এল সি গুলো ৩১ শে জুলাই এর ভিতর নবায়ন হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত সুন্দরবনে বাঘ, হরিণসহ বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে তিন মাসের জন্য সব নদ-নদী ও খালে মাছ ও মধু আহরণ বন্ধ এবং দেশী-বিদেশী পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে সুন্দরবন বিভাগ। তবে, বন বিভাগের এই সিদ্ধান্তে সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বনজীবী ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা সুন্দরবনের বাংলাদেশের অংশে বহাল থাকবে। গোটা সুন্দরবনে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে গত ২৪ মে থেকে জেলে, মৌয়ালী ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র দেয়া বন্ধ করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবনের পশ্চিম বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, এই তিন মাস সুন্দরবনে মাছ কাঁকড়া ও বনপ্রাণীর প্রজনন মৌসুম হিসেবে সরকার চিহ্নিত করেছে সে কারণে এই তিন মাস সুন্দরবনে সব ধরনের অধিকার নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ সময় আইন অমান্য করে যারা সুন্দরবনের প্রবেশ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, বন বিভাগের এই সিদ্ধান্তে সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বনজীবী ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ২০১৯ সাল থেকে বন বিভাগ প্রতিবছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত গোটা সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ রাখে। ২০২১ সালে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকলেও ২০২২ থেকে তা আরো এক মাস বাড়ানো হয়েছে। এই সময়ে সুন্দরবনে সব ধরনের পর্যটকের প্রবেশ বন্ধ রাখা হয়।
সুন্দরবনের ৬,০১৭ বর্গকিলোমিটার বাংলাদেশের অংশে জলভাগের পরিমাণ ১,৮৭৪.১ বর্গকিলোমিটার, যা সমগ্র সুন্দরবনের আয়তনের ৩১.১৫ শতাংশ। সুন্দরবনের জলভাগকে বলা হয় মৎস্য সম্পদের ভাণ্ডার। এই জলভাগে ২১০ প্রজাতির সাদামাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া, ৪৩ প্রজাতির মালাস্কা ও ১ প্রজাতির লবস্টার রয়েছে। জুন থেকে আগস্ট এই তিন মাস মাছের প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী ও খালে থাকা বেশিরভাগ মাছের ডিম থেকে নতুন মাছ জন্ম নেয়। তাই এই সময়ে মাছ ধরা বন্ধ থাকলে সুন্দরবনের নদী-খালে মাছের সংখ্যা বৃদ্ধি পাবে, তেমনি অন্যান্য প্রাণী, উদ্ভিদসহ সব জীবের জন্য ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।
সুন্দরবন বিভাগ জানায়, মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যান (আইআরএমপি) এর সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে বন বিভাগ প্রতিবছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ রাখে। গত ২০২২ সাল থেকে এই সময় আরও এক মাস বাড়িয়ে (১ জুন) থেকে ৩১ আগস্ট পর্যন্ত করেছে মন্ত্রণালয়। এই তিন মাসে সমগ্র সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুন্দরবনে প্রবেশের সব ধরণের পারমিট বন্ধ রাখা হয়েছে। এই সময়ে মাছ ধরা বন্ধ থাকায় নদী-খালে মাছ বৃদ্ধি পাবে।
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় হতাশা প্রকাশ করে বাগেরহাটের মোংলা উপজেলার জেলে ইব্রাহীম শিকদার, রুস্তম আলী বয়াতী, আলী আকবরসহ অনেকে জানান, এই নিষেধাজ্ঞার সময় আমরা পরিবার নিয়ে কী খেয়ে বাঁচবো? মহাজনের কাছ থেকে দাদন নিয়ে সারা বছর সুন্দরবনের নদ-নদী ও খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। এখন বন বিভাগ মাছ ধরা বন্ধ করায় আমাদের তিন মাস বেকার থাকতে হবে। সমুদ্রের মৎস্য আহরণ বন্ধের সময় মৎস্য বিভাগ যেভাবে জেলেদের খাদ্য সহায়তা দেয়, সেভাবে আমাদেরও প্রণোদনা দেয়ার ব্যবস্থা করা হোক। তা না হলে পেটের দায়ে অনেকে এই সময়ে অবৈধভাবে সুন্দরবনে ঢুকে মাছ আহরণ করতে বাধ্য হবে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, প্রতি বছরের ন্যায় এবারও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই ম্যানগ্রোভবনে বাঘ, হরিণসহ বন্যপ্রাণী ও মাছের প্রজনন নির্বিঘ্ন করতে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনের বাংলাদেশ অংশের নদ-নদী ও খালে মাছ ও মধু আহরণ বন্ধসহ দেশী-বিদেশী সব পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য গত ২৪ মে থেকে জেলে, মৌয়ালী ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশের পারমিট দেয়া বন্ধ করেছে।
এই তিন মাস সুন্দরবনে মাছ ও মধু আহরণসহ সব ধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে সুন্দরবনে কেউ যেতে পারবেন না। এই নিষেধাজ্ঞা শুরুর আগেই জেলে, মৌয়ালী ও সব পর্যটকদের সুন্দরবন থেকে বের করে আনা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সুন্দরবন সন্নিহিত লোকালয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তবে, এবার সুন্দরবনের উপর নির্ভরশীল দরিদ্র বনজীবীদের তালিকা করে তাদের খাদ্য সহায়তা ও প্রণোদনা দেয়ার জন্য বন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
মোংলা উপজেলা জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন, এই তিন মাস জেলে পরিবারদের চাহিদা মিটিয়ে সরকার সহায়তা না করতে পারলে বনজীবীরা চুরি করে সুন্দরবনে যেতে বাধ্য হবে। কারণ সংসারে যখন বাচ্চারা কান্না কাটা করবে তখন ওই পরিবার প্রধানের আর অপরাধের কথা মনে রাখতে পারে না। তাই এটাকে বাস্তবায়ন করতে হলে সরকারকে প্রকৃত জেলে পরিবারদেরকে আর্থিক সহায়তা বাড়াতে হবে অন্যথায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
সুন্দরবন ট্যুর অপারেটর এমাদুল জানান, তিন মাস সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞায় পর্যটনের সঙ্গে যুক্ত দুই হাজারের অধিক পরিবার দারুণ অর্থ সংকটে পড়েছে ও মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তিনি সুন্দরবনের এই নিষেধাজ্ঞার সময় এক মাসে নামিয়ে আনার দাবি জানান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, সুন্দরবনগামী জেলেদের বিষয়ে মাঠপর্যায়ে কাজ চলছে এবং এ নিয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
উপজেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনগামী নিবন্ধিত জেলেদের সংখ্যা প্রায় ৫০ হাজার। তবে অনিবন্ধিত জেলেসহ এই সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।
শ্যামনগর উপজেলার বাবুরা ইউনিয়নের আব্দুর রাজ্জাক ৪৫ আনোয়ার হোসেন ৩৬ আবুল হোসেন ৬৫ আজগার আলী ৫৩ মশিউর রহমান ৩৫ একরামুল হক ৩৩ মাজেদ গাজী ৩৫ বুড়িগাল ইউনিয়নের শামসুর রহমান ৪৫ আমিনুর রহমান ৫২ রেজাউল করিম ৩৩ আব্দুর রহমান ৬৫ মিজানুর রহমান ৪৪ আবুবক্কার ৩৬ মুন্সিগঞ্জ ইউনিয়নের জালাল উদ্দিন ৪৪ মোস্তফা কামাল ৫৫ আরিফ হোসেন ৩৪ সাইফুল ইসলাম ৪২ কেনুচরণ ৩৫ অরবিন্দু ৪২ শওকত হোসেন ৩৫ এরা সকলেই এই প্রতিবেদককে জানান এই তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় আমাদের সংসার চালানো খুব কষ্ট হয়ে পড়ে ছে কারণ সরকারিভাবে যে সহায়তা দিচ্ছে তাতে আমাদের অনেক পরিবারের ১৫ দিনের ও খাদ্য হচ্ছে না তারপরে নানান রোগ ব্যাধি বাজার ঘাট সবকিছুতে আটকে গেছি খুব কষ্টে জীবন কাটাচ্ছি। অনেকেই এই যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করে সুন্দরবনে প্রবেশ করে মাছ কাকড়া আহরণ করছে। আবার অনেকে বন বিভাগ স্মার্ট টিম সহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে জেল হাজতে যাচ্ছে। তারা বলেন আমাদের দাবি সরকার শুধু কিছু খাদ্য সহতা দিয়ে দায় সেরে গেলে হবে না অর্থসহতাও করতে হবে তা না হলে সুন্দরবনে নিষেধাজ্ঞার সময় প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে পারবে না পেটের জ্বালায় বনজীবীরা বিভিন্ন কায়দায় সুন্দরবনে প্রবেশ করতে বাধ্য হবে।
এদিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান শ্যামনগর উপজেলায় প্রায় ২৪ হাজার নিবন্ধিত জেলে রয়েছে কিন্তু সরকারিভাবে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৮ হাজার জেলের বাকি ১৬ হাজার জেলে সরকারি সহতা না পেয়ে চারিদিকে হট্টগোল শুরু করেছে কেউবা সংসারে অভাবের অজুহাত দেখিয়ে চুরি করে সুন্দরবনে প্রবেশ করে মাছ কাকড়া আহরণ করছে আবার কেউবা অন্য পেশায় চলে গেছে। এ ব্যাপারে এই প্রতিবেদকের সাথে কথা হয় সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক ফজলুল হকের সাথে তিনি এই প্রতিবেদককে বলেন এই তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ অধিকার নিষিদ্ধ রয়েছে সরকারিভাবে সে কারণে সুন্দরবনে কোন ভাবেই প্রবেশ করা যাবে না। তিনি আরো বলেন যে সমস্ত জেলেরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনার জন্য বনবিভাগ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে প্রতিনিয়ত কোন না কোন অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। মিস্টার ফজলুল হক আরো বলেন বনজীবীদের এই তিন মাস সংসার চালাতে একটু কষ্ট হচ্ছে আমরা জানি সরকারিভাবে যে সহায়তা দেওয়া হচ্ছে তাতে তাদের অনেক পরিবারের চাহিদা মিটছে না কিন্তু করার কিছু নেই সরকারের জারি করা নীতিমালা আমাদের বাধ্যতামূলক পালন করতে হবে। সে কারণে বনজীবীদের এই তিন মাস কোন অপরাধ ক্ষমা করা যাবে না। সেজন্য তিনি গণমাধ্যমের মাধ্যমে আবারো একবার
বনজীবীদের কাছে অনুরোধ করছেন এই তিন মাস যেন কোন কায়দায় সুন্দরবনে প্রবেশ না করে।