
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার খর্ণিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার এশার নামাজ বাদ মসজিদ প্রাঙ্গণে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। এ সময় আলোচনা পেশ করেন আবুল কাশেম শেখ, মোল্লা আবু মতিন, মেহেদী হাসান বিপ্লব, শহিদুল ইসলাম মোড়ল, শেখ শহীদ, ইসলাম সরদার প্রমূখ। আলোচনা শেষে উপস্থিত মুসল্লিদের হাত উঁচুর মাধ্যমে সর্বসম্মতিক্রমে শহিদুল ইসলাম মোড়ল সভাপতি, মোল্লা আবু মতিন সাধারণ সম্পাদক ও মো: জাকির হোসেন সরদার কে কোষাধ্যক্ষ করে ১২ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো: অহিদ শেখ,নিশাদ মোড়ল, সহ-সম্পাদক আরাজ আলী খান, দপ্তর সম্পাদক মোসলেম উদ্দিন মোড়ল, নির্বাহী সদস্য মো: আনিচুর রহমান, ইসলাম সরদার, শেখ শহীদ, শওকত সরদার ও মৌলবী আনোয়ার শেখ। নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত