খানজাহান আলী থানা প্রতিনিধি : শিরোমণি পোলস এ্যান্ড কংক্রিট কোম্পানী লিমিটেডের (পিসিএল) গাড়ি থেকে চুরি যাওয়া ২টি ব্যাটারীসহ ৮টি চোরাই ব্যাটারী উদ্ধার করেছে খানজাহান আলী থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পিসিএল কোম্পানীর নিরাপত্তা সুপারভাইজার মো. কামরুজ্জামান বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর সকাল ৯টায় শিরোমণি পোলস এ্যান্ড কংক্রিট কোম্পানী লিমিটেডের গেটের সামনে থেকে কোম্পানীর একটি গাড়ির ১২ ভোল্টের দুটি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে গত বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে বাদামতলা মোড়ল পেট্টোল পাম্পের সামনে দাড়িয়ে থাকা একটি গাড়ির ব্যাটারী চুরি করার সময় মো. আব্দুর রহমান শেখ ওরফে মোহরম শেখ (১৬) নামের এক চোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপার্দ করে। আটককৃত চোরকে নিয়ে চুরি যাওয়া ব্যাটারী উদ্ধারে খানজাহান আলী থানার এসআই অয়ন তীর্থ পাইক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামে। আটককৃত মোহরম শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে আড়ংঘাটা থানা পুলিশের সহেেযাগিতায় গাইকুড় এলাকায় অভিযান পরিচালনা করে মো. সোহেলকে আটক করা হয়। আটককৃত সোহেলের স্বীকারোক্তিতে শুক্রবার ভোরে দৌলতপুর থানার মহসিন মোড়ের মো. ফরিদ হোসেনের পাটের বস্তার দোকান হতে ১২ ভোল্টের ২টি, ১২ ভোল্টের ছোট ৩টি ব্যটারীসহ ৮টি ব্যাটারী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মশিয়ালী গ্রামের জাহিদুল ইসলামের পুত্র মো. আব্দুর রহমান ওরফে মহরম আলী (১৬) এবং আড়ংঘাটা থানার গাইকুড় এলাকার মো. আজিজ গাজীর পুত্র মো. সোহেল (৩০) কে আসামি করে মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত