ফুলবাড়ীগেট সংবাদদাতা
খানজাহান আলী থানায় আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা (ওপেন হাউজ ডে) শুক্রবার সকাল ১০টায় থানা অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এস আই আসাদুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন থানা অফিসার্স ইনচার্জ মো: কামাল হোসেন খান, স.ম রেজওয়ান আলী, মোড়ল আনিসুর রহমান, মো: শাহারিয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মো: ইউসুফ আলী খলিফা, মাষ্টার শাহাজান হাওলাদার, মোড়ল হাবিবুর রহমান, ইউপি সদস্য গোলাম জিলানী মুন, আল আমিন, মো: হাফিজুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া বেগম, মোড়ল মুজিবর রহমান, হোসেন আলী হাওলাদার, শেখ জয়নাল আবেদিন, মিসেস মুক্তা বেগম, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, সাইফুল্লাহ তারেক, সাংবাদিক গাজী মাকুল উদ্দিন, মিহির রঞ্জন বিশ^াসসহ বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সুধি সমাজের ব্যক্তিবর্গ থানার বিট পুলিশিং অফিসারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভায় থানা এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন থানার ওসি মো: কামাল হোসেন খান। এছাড়া অনলাইনে থানায় জিডি, পুলিশের ডিজিটাল সেবাসহ জাতীয় বিভিন্ন সেবা সম্পর্কে এবং পুলিশের জরুরি সেবা সম্পর্কে আলোচনা করা হয়। ওপেন হাউজ ডে শেষে খানজাহান আলী থানার ওসি মো: কামাল হোসেনসহ আগত অতিথিবৃন্দরা থানা অভ্যান্তরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন।