ফুলবাড়ীগেট প্রতিনিধি : খানজাহান আলী থানা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শিরোমনি দিশারী যুব পর্ষদের সাবেক সাধারণ সম্পাদক এবং শিরোমণি পশ্চিমপাড়া নিবাসী শেখ জাকির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের ১ম নামাজে জানাজা শিরোমনি শহীদ মিনার চত্বরে এবং ২য় নামাজে জানাজা বাদ আসর শিরোমনি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
গত বুধবার দুপুরে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃতকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২ পুত্রসহ অসংখ গুনগ্রাহী রেখে যান।
জানাজায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, ১নং আটরা-গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, মাও. আতাউর রহমান, হাফেজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মোঃ ইব্রাহিম, শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খম লিয়াকত আলী, শেখ আব্দুল হক, সৈয়দ কিসমত আলী, বেগ আব্দুর রাজ্জাক রাজ, মোড়ল আনিসুর রহমান, শেখ জামিল আহমেদ, কাজী গিয়াস উদ্দীন, শেখ আকতার হোসেন, কাজী হুমায়ুন কবির, শেখ হাসিবুর রহমান, কাজী আজাদুর রহমান হিরোক, মোঃ আব্দুল হালিম, আটরা-গিলাতলা ইউপি সকল সদস্যসহ মরহুমের বিভিন্ন মহলের আত্মীয় স্বজন ও খানজাহান আলী থানা এলাকার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন মুফতি মাও. মোঃ আব্দুল জব্বার।