
খানজাহান আলী থানা প্রতিনিধি : আগামী ১৭ জুলাই যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে খুলনার বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপি ও থানা স্বেচ্ছাসেবক দলের পৃথক পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় ফুলবাড়ীগেটস্থ দলীয় কার্যালয়ে থানা বিএনপির প্রস্তুতি সভা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও খানজাহান আলী থানা বিএনপি’র আহবায়ক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সদস্য ও খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাসের পরিচালনা প্রস্তুতি সভায় বক্তৃতা করেন মহানগর বিএনপির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, মহানগর বিএনপির সদস্য ও যোগিপোল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ইমদাদুল হক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো. জাহিদুল ইসলাম, বিএনপির নেত্রী ও সাবেক ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, খানজাহান আলী থানা যুবদলের সাংগঠনিক উপ- কমিটির আহবায়ক মোল্লা সোহরাব হোসেন, সাংগঠনিক উপ কমিটির সদস্য সচিব আল মামুন জুয়েল, সাবেক থানা ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামরুল ইসলাম, ছাত্রদল সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জাসাস সহ অঙ্গসহযোগী সংগঠনের থানা, ওয়ার্ড ও ইউনিয়নের বির্ভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে মাগরিববাদ খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেনের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল। প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহিন হোসেন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন। প্রস্তুতি সভায় থানা, ওয়ার্ড ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বক্তৃতা করেন। সোমবার আছরবাদ খানজাহান আলী থানা ছাত্রদলের প্রস্তুতি সভা ফুলবাড়ীগেট বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।