
খানজাহান আলী থানা প্রতিনিধি : আগামী ১৭ জুলাই বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে খানজাহান আলী থানা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। রোববার বিকাল ৪টায় ফুলবাড়ীগেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস। প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর। বিশেষ বক্তা ছিলেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম। খানজাহান আলী থানা যুবদলের সাংগঠনিক উপ-কমিটির আহবায়ক মোল্লা সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা যুবদলের সাংগঠনিক উপ-কমিটির সদস্য সচিব আল মামুন জুয়েলের পরিচালনায় প্রস্তুতি সভায় বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, জাসাসসহ অঙ্গসহযোগী সংগঠনের বির্ভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় খানজাহান আলী থানা বিএনপির এবং সন্ধ্যায় থানা স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল ১১ জুলাই আছরবাদ খানজাহান আলী থানা ছাত্রদলের প্রস্তুতি সভা আছরবাদ অনুষ্ঠিত হবে।