
জন্মভূমি রিপোর্ট
নগরের খানজাহান আলী রোড ক্ষুদ্র শিল্প ও ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৮ জুলাই। আর এই নির্বাচনকে কেন্দ্র করে মার্কেট অভ্যন্তরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ নির্বাচনে ১২ পদে প্রতিদ্ব›িদ্বতা করছে ২১ জন। ইতিমধ্যে ৫ জন বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম গাজী, কার্যনির্বাহি সদস্য এস.এম. নুরুল আলম, মোঃ শেখ সেলিম, মোঃ আসলাম হোসাইন। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন করে মোট ছয় জন। সভাপতি পদে শেখ সোলাইমান হোসেন দুলাল, এস এম আশরাফ হোসেন, মোঃ আঃ ওয়াদুদ খান এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন মানিক, শেখ আব্দুল রাব্বী (রিপন) ও মোঃ মিঠু আকন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের পোস্টার, ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে এলাকা। এর আগে ২০২০ সালে অনুষ্ঠিত হয় সমিতির ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মার্কেটেই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এ বছর ১৩২ জন ভোটার ভোট দিবেন বলে প্রার্থীর সূত্রে জানা গেছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নীহার রঞ্জন নন্দী।