ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট খান জাহানপুর মোহাম্মাদীয়া আমিল মাদ্রাসায় দুইদিন ব্যাপী ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ফিরোজ আহম্মেদ।
এসময় অন্যদের মধ্যে অত্র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলী সেখ, মোহাম্মদ আবু সাঈদ, মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত