জন্মভূমি ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় নিহত হয়েছেন ৫ শিশুসহ অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক। শনিবার (১৭ জুন) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলায় খার্তুমের ঘনবসতিপূর্ণ ইয়ারমুক এলাকার ২৫টি বাড়িও ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসি ও রয়টার্সের।
সুদান সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার একদিন পরই এই হামলার ঘটনা ঘটল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
আরএসএফ জানিয়েছে, খার্তুমের মেয়ো, ইয়ারমুক এবং ম্যান্ডেলা এলাকায় বেসামরিক লোকদের লক্ষ্য করে সাম্প্রতিক এই হামলাটি চালানো হয়েছে। অবশ্য সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। প্রায় দুই মাস ধরে সুদানের পশ্চিম অংশ সংঘর্ষে উত্তাল। সেনাবাহিনী ও আরএসএফের এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক মানুষ। এতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। রাজধানী খার্তুম, কর্দোফান ও দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয়।
গত শনিবার উভয়পক্ষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। স্থানীয় সময় রবিবার সকাল ৬টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে বলে সৌদি ও মার্কিন মধ্যস্থতাকারীরা জানিয়েছে। যদিও অতীতে এই ধরনের যুদ্ধবিরতি খুব কমই মেনে চলা হয়েছে।