
ডেস্ক রিপোর্ট : “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি” এই শাণিত স্লোগানকে সামনে রেখে, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খালিশপুর থানা ছাত্রদল এর উদ্যোগে আয়োজন করা হলো খালিশপুর আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৫। গতকাল সোমবার বিকেলে খালিশপুর অঞ্চলের ক্রীড়াপ্রেমীদের পদচারণায় মুখরিত প্রভাতী স্কুল মাঠে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মধ্যে সুস্থ্য প্রতিযোগিতা এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে এই ব্যতিক্রমী আয়োজনকে সর্বমহলে সাধুবাদ জানানো হয়েছে। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। উদ্বোধনী বক্তব্যে তিনি খেলাধুলার গুরুত্ব এবং শহিদদের আত্মত্যাগের মহিমা তুলে ধরেন। আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, এই ফুটবল টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি একটি শপথ। যে ছাত্র-যুব সমাজ রক্ত দিয়ে ২০২৪ সালের স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছে, সেই তারুণ্যকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল রাখতে হবে। আমাদের স্লোগান স্পষ্ট—’মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি’। যে সকল বীর শহিদ গণতন্ত্রের জন্য নিজেদের জীবন দিয়েছেন, তাদের পবিত্র স্মৃতি আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকবে। এই টুর্নামেন্ট তাদের মহান আত্মত্যাগের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি আশা প্রকাশ করেন, এই খেলার মাধ্যমে খালিশপুরের তরুণরা নতুন উদ্দীপনা নিয়ে দেশ গঠনে এগিয়ে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং এই ধরনের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। শফিকুল আলম তুহিন আর ও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। খালিশপুর থানা ছাত্রদল এই টুর্নামেন্ট আয়োজন করে শুধু খেলোয়াড়ি মনোভাব নয়, বরং আমাদের রাজনৈতিক আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসকেও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে। খালিশপুর থানা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল দুইটি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং তাদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নেওয়া এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করে তাদের মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা। উদ্বোধনীদিনে খালিশপুরের স্থানীয় কয়েকটি স্কুলের দল প্রতিদ্বন্দ্বিতা করে। মাঠে উপস্থিত দর্শক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ টুর্নামেন্টকে এক নতুন মাত্রা যোগ করে।

