বিজ্ঞপ্তি : খালিশপুর-দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটির পূর্বঘোষিত অবস্থান ধর্মঘট পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায়। এই কর্মসূচি দৌলতপুর জুটমিল গেটের সামনে হওয়ার কথা ছিল। আয়োজক কমিটির নেতৃবৃন্দ গত ১৫ সেপ্টেম্বর গেট সভায় উক্ত কর্মসূচির ঘোষণা দেন। বুধবারের এই অবস্থান ধর্মঘট চলার কথা ছিল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কর্মসূচি পালনের জন্য কেএমপি কমিশনার বরাবর অবহিতকরণ করা হয়। ভোর ৭টা হতে প্লাটিনাম জুটমিল গেট থেকে শুরু করে দৌলতপুর জুটমিল গেট পর্যন্ত প্রায় দুইশ’ পুলিশ কড়া প্রহরায় থাকে। উক্ত শিল্প এলাকায় শ্রমিকরা একে-একে জড়ো হতে থাকলে পুলিশ তাদের অবস্থান ধর্মঘটস্থালে প্রবেশ করতে দেয়নি। প্রায় ১০টায় অবন্থান ধর্মঘট এলাকা ছেড়ে অনতিদূরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করলে পুলিশ আয়োজক কমিটির নেতৃবৃন্দকে বাঁধা প্রদান করেনি। সমাবেশ শেষে বিভাগীয় শ্রম পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি শ্রমিকনেতাদের মতবিনিময়ের জন্য তার দপ্তরে আসার কথা বলেন। শ্রমিকনেতারা আনুমানিক দুপুর ১২টায় শ্রম অধিদপ্তরে যেয়ে পরিচালকের সঙ্গে দেখা করেন। সকাল ১০টায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন মনি। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলমগীর কবির, নূর মোহাম্মদ, মোঃ মোফাজ্জেল হোসেন, এস এ রশীদ, মো. মোজাম্মেল হক খান, মুনীর চৌধুরী সোহেল, মো. অলিয়ার রহমান শেখ, মো. নূরুল ইসলাম, আব্দুর রাজ্জাক তালুকদার, আল আমিন শেখ, মোশারেফ হোসেন, পান্নু সরদার, আবদুল হাকিম, কাজী ডালিম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে অবহিতকরণ করা সত্বেও আমাদের পূর্বঘোষিত কর্মসূচি বানচাল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত