জন্মভূমি রিপোর্ট
খুলনার খালিশপুর গাবতলা ১৫ নং ওয়ার্ডের রেললাইনের পাশে শনিবার রাত ১টায় ভাই ভাই ষ্টোর নামক একটি মুদি দোকানে অগ্নিকান্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসি জানায়, মিনা ফ্যাশান ও ভাই ভাই ষ্টোরের মালিক মো: জলিল প্রতিদিনের মত আজও রাত সাড়ে ১১টায় দোকান বন্ধ করে বাসায় যান। তারা রাত পোনে ১ টার দিকে দোকান থেকে আগুন ও ধোয়া বের হতে দেখেন। এলাকাবাসী বিভিন্ন উপায়ে আগুন নিভানোর চেষ্টা করেন। ফলে পাশের দোকানগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে। তবে ভাই ভাই স্টোরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ক্ষতি তিন লক্ষ টাকার বলে জানা গেছে ও মিনা ফ্যাশানের পঞ্চাশ হাজার টাকা। এলাকাবাসী ধারণা করছেন ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। এদিকে সকাল ১১টার দিকে প্যানেল মেয়র ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না ক্ষতিগ্রস্ত দোকান পাট পরিদর্শন করেন। তবে ফায়ার সার্ভিসের বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত