
বিজ্ঞপ্তি : মহানগরীর অর্ন্তগত খালিশপুর থানা বিএনপির কর্মীসভা ও সম্মেলন আজ মঙ্গলবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় প্রথম পর্বে কর্মীসভা ও বেলা আড়াইটায় দ্বিতীয় পর্বের কাউন্সিল অনুষ্ঠিত হবে। থানার ৯টি ওয়ার্ডের ২৭৯জন কাউন্সিলর ভোটের মাধ্যমে থানা আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করবেন। আহবায়ক পদে ১জন শেখ জাহিদুল ইসলাম ও সদস্য সচিব পদে ৫জন যথাক্রমে মো. জাহিদুল হোসেন, বিপ্লবুর রহমান কুদ্দুস, শাহিনুল ইসলাম পাখি, হাবীবুর রহমান বিশ্বাস, মো. ফারুক হিল্টন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
প্রথম পর্বের কর্মীসভা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। কর্মীসভায় মহানগর বিএনপির র্শীষ নেতৃবৃন্দসহ খালিশপুর থানার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। দ্বিতীয় পর্বে ২৭৯ জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করবেন। এ পর্বে সভাপতিত্ব করবেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা।