
ক্রীড়া প্রতিবেদক : অবৈধ খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগে খালিশপুর ফুটবল একাডেমিকে ৫ হাজার টাকা জরিমানা, পয়েন্ট কর্তন ও এক খেলোয়াড়কে বহিষ্কার করা হয়েছে।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে গত ৭ আগস্ট সামছুর রহমান স্মৃতি ফুটবল একাডেমি ও খালিশপুর ফুটবল একাডেমির খেলায় ২-১ গোলে সামছুর রহমান স্মৃতি ফুটবল একাডেমিকে পরাজিত করে খালিশপুর ফুটবল একাডেমি। কিন্তু ওই দিন খালিশপুর ফুটবল একাডেমি অবৈধভাবে ১৮নং জার্সি পরিহিত খেলোয়াড় রায়হান শেখকে মাঠে নামায়। এ অপরাধে ৭ আগস্ট সামছুর রহমান স্মৃতি ফুটবল একাডেমিকে পরাজিত করলেও খালিশপুর ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজয় ঘোষণা এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দলের ১৮নং জার্সি পরিহিত খেলোয়াড় রায়হান শেখকে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সকল খেলা থেকে দু’বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।