জন্মভূমি ডেস্ক
ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশ দেয়ার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে এরপরেও কেনো সৌদি ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হবে না তার ব্যাখ্যা দিয়েছে বাইডেন প্রশাসন। সোমবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা না দেয়ার স্বপক্ষে যুক্তি দেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্র-সৌদি স¤পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করছি। আমরা সৌদি আরবের সঙ্গে স¤পর্ক পুনোরুদ্ধার করতে চাই, ধ্বংস করতে চাই না। যদি এমবিএসকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয় তাহলে রিয়াদের ওপর মার্কিন প্রভাবকে ক্ষতিগ্রস্থ করবে বলেও জানান তিনি।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, খাসোগি হত্যায় জড়িত থাকার পরেও এমবিএসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রশাসন। খাসোগি যেখানে কাজ করতেন, সেই ওয়াশিংটন পোস্টও সরকারের কঠিন সমালোচনা করেছে। বাইডেন তার নির্বাচনি প্রচারণার সময় প্রতিশ্রæতি দিয়েছিল যে, ক্ষমতায় এলে খাসোগি হত্যার জন্য মূল্য পরিশোধ করতে হবে সৌদি আরবকে।
তবে ওয়াশিংটন পোস্টের প্রকাশক ফ্রেড রায়ান লিখেন, বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র একটি হত্যাকা-কে দায়মুক্তি দিচ্ছে।