বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদ ও হুমকিদাতাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুকৃবি গণতান্ত্রিক অফিসার্স পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর শিববাড়ী মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্বতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। একইসাথে এই ধরণের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রাজশাহীতে এক সমাবেশে বিএনপির রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি-জামায়াত ১৯ বার হামলা করেছে। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে তিনি বার-বার হামলা থেকে বেঁচে গেছেন। আইন অনুযায়ী দেশের যে কোন নাগরিককে হত্যা প্রচেষ্টা বা হত্যার হুমকি দেওয়া জঘন্য অপরাধ।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক অফিসার্স পরিষদের সভাপতি ডাঃ সাইফুল্লাহ মানছুর, সাধারণ সম্পাদক খান জাবিদ হাসান, কর্মচারীদের মধ্যে উজ্জ্বল কুমার দাস, মাহমুদুল হাসান শাওন ও দ্বীপ লাল পান্ডে, শিক্ষার্থীদের মধ্যে মাহিরুল হক শিলং, তানসেনুল ইসলাম, পিয়াল রায়, বিশ্বজিৎ ভট্টাচার্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত