বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২০২৪ সংক্রান্ত এপিএ কমিটির দ্বি-মাসিক সভা বুধবার বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্যের চলতি দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বর্তমান অগ্রগতি ও কর্মসম্পাদন কার্যক্রম বাস্তবায়ন ও অর্জনের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, শেখ মুজিবুর রহমান, ড. মো. হাসানুজ্জামান, দীপক চন্দ্র মন্ডল, মো. মঈনুল হোসেন, কাকলি রহমান, ইঞ্জি. ফারুক হোসেন, মো. আরিফুর জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টবৃন্দ তাদের ওপর অর্পিত কাজের অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত