
ডেস্ক রিপোর্ট : “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগে গতকাল সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) লিয়াকত আলী মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও লিড ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে এই সেমিনারটি আয়োজিত হয়। এই সেমিনারের মূল লক্ষ্য ছিল খুলনা জেলায় ডিজিটাল আর্থিক লেনদেন ও ইধহমষধ ছজ এর ব্যবহার বৃদ্ধি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন খুবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, খুবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, খুবির ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মো: রুকনুজ্জামান, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক খুলনার জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্লা এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পিএসডি পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক মোঃ মতিয়ার রহমান মোল্যা। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে ক্যাশলেস লেনদেনের সুবিধা এবং এর সম্প্রসারণ বিষয়ে আলোচনায় অংশ নেন।

