
বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ সোমবার শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ৯টায় এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। উদ্বোধন পর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন খুলনার বাইরে থাকায় তার পক্ষে আইকিউএসির পরিচালক উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ট্রেইটস, রাইটস এন্ড ডিউটিস অফ এ টিচার অ্যাট খুলনা ইউনিভার্সিটি’ শীর্ষক একটি সেশন পাওয়ারপয়েন্টে উপস্থাপন করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে বিষয়ভিত্তিক অন্যান্য সেশনগুলো পরিচালনা করেন বরিশালের জেলা ও দায়রা জজ মোস্তফা পাভেল রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. এস এম শামীম রেজা, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য। ফিডব্যাক গ্রহণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। প্রশিক্ষণ শেষে বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।