বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সোমবার ‘জব-প্রিপারেশন, জব-হান্টিং এবং ইন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
অতিথির বক্তব্য রাখেন প্রফেসর মো. শরীফ হাসান লিমন। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সনদপত্র প্রশিক্ষক ইমরান নেওয়াজ খুরশিদ। সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে যাতে তারা নিজেদের চাকরির জন্য প্রস্তুত করতে পারে এবং উদ্যোক্তা হতে পারে বা তাদের পরবর্তী ক্যারিয়ার কিভাবে সাজাবে, প্রস্তুতি নেবে তা জানতে পারে সেজন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী ৫টি সেশনে রিসোর্স পারসন হিসেবে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষক (প্রাক্তন পিএসসি সদস্য) প্রফেসর ড. এস এম আনোয়ারা বেগম, প্রফেসর ড. তরুণ কান্তি বোস, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সনদপ্রাপ্ত প্রশিক্ষক ইমরান নেওয়াজ খুরশিদ, এটুআই প্রোগ্রামের জাতীয় পরামর্শক মুহাম্মদ শামীম কিবরিয়া এবং জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোত্তালেব। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট ফাইনাল ইয়ার ও মাস্টার্স প্রোগ্রামের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত