খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোসা. সাবিহা সুলতানা।
মঙ্গলবার (৩০ আগস্ট) কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুশরাত রিম্মীর আবেদনের প্রেক্ষিতে তাঁকে প্রভোস্টের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর প্রথম সংবিধির ৬(১) নং অনুচ্ছেদ অনুযায়ী তদস্থলে আগামী ৩ বছরের জন্য প্রফেসর ড. মোসাঃ সাবিহা সুলতানাকে উক্ত হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়।