
বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দৃষ্টিনন্দন ক্যাফেটেরিয়া সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক চুক্তি সোমবার দুপুর সাড়ে ১২টায় ট্রেজারারের কার্যালয়ে স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও নিউ আজমিরী গ্রীল এন্ড বি.বি.কিউ’র পক্ষে স্বত্বাধিকারী মো. আলী নিজামুল হক।
এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রেজারার বলেন, নতুন এই ক্যাফেটেরিয়া বিশ্ববিদ্যালয়ের সম্পদ। এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ক্যাফেটেরিয়ায় দায়িত্বরতদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে খাবারের মান সবসময় ভালো রাখতে হবে এবং খাবারের মূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। একই সাথে এখানকার পরিবেশ সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সর্বোপরি আমাদের স্মরণ রাখতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম যাতে অক্ষুন্ন থাকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির সভাপতি ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, কমিটির সদস্য প্রফেসর ড. লস্কর এরশাদ আলী ও মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী এবং সদস্য সচিব উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।