খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতি উৎসর্গ করে উন্মোচন করা হয়েছে।
আজ রবিবার (১৯ জানুয়ারি) মোড়ক উন্মোচনে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, বার্তার ১০৩তম সংখ্যাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতি উৎসর্গ করছি। এটি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিচ্ছবি। বিশেষ করে জুলাই বিপ্লবের ক্রান্তিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পথচলার দলিল হয়ে থাকবে।
এ সময় উপাচার্য আরো বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বার্তা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পথচলার প্রামাণ্য দলিল। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বার্তা মুদ্রণ কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, বার্তা মুদ্রণ কমিটির সভাপতি ও দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং সদস্য-সচিব জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান।