
বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির ৫৪তম সভা সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে গত সভার কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়। সভায় ডিজিটাল সার্ভে বিষয়ে অবহিতকরণ, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এ্যানিমেল শেড নির্মাণ, মাস্টারপ্ল্যানে চারুকলা স্কুল অন্তর্ভুক্তি, জায়গা বরাদ্দ ও পৃথক ভবন নির্মাণ, নতুন ছাত্র হল নির্মাণের স্থান নির্বাচন ও বিদেশি ছাত্রদের ডরমেটরি নির্মাণ, গ্রিন হাউজের স্থান নির্বাচন ও নির্মাণসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। সভায় উপাচার্য চলমান উন্নয়ন প্রকল্প আরও গতিশীল করাসহ বেশ কয়েকটি বিষয়ে দিকনির্দেশনা দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আবু সাঈদ খান, প্রফেসর ড. মো. আহসানুল কবীর, সহযোগী অধ্যাপক এস এম নাজিমউদ্দীন, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান এবং অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কমিটির সচিব এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. খায়রুল বাসার।

