
খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং (ইউআরপি) ডিসিপ্লিনে “প্ল্যানএক্স” নামে একটি নতুন ক্লাব ও পরিচালনার জন্য একটি কমিটি গঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করা হয়। অ্যাড-হক কমিটির কনভেনার নিযুক্ত হয়েছেন মাহবুব আলম জুবায়ের এবং সদস্য সচিব উসামা মুসান্না চৌধুরী। তাঁরা ইউআরপি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
এছাড়া কমিটির যৌথ কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. দিহান খান, কোষাধ্যক্ষ হয়েছেন আবরার মুহতাসিম পাঠান এবং প্রতিষ্ঠাতা সদস্য হয়েছেন মাহবুবুর রহমান আকাশ, কাজী তাসনিম সিদ্দিকা, মিথিলা ফারজানা, ঐশী জ্যোতি সরকার এবং আবু তালহা মোহাম্মদ আশেক।
ক্লাবের লক্ষ্য একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি করা এবং জাতীয় ও বৈশ্বিক পরিসরে পরিকল্পনায় শিক্ষার্থীদের কার্যকর উপস্থিতি নিশ্চিত করা।
উদ্দেশ্য
প্ল্যানএক্স একটি ভবিষ্যৎমুখী ও সৃজনশীল প্ল্যাটফর্ম, যেখানে পরিকল্পনা শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সমন্বয়ে প্রস্তুত হবে। এর উদ্দেশ্যসমূহের মধ্যে রয়েছে— আধুনিক পরিকল্পনা কৌশল, গবেষণা ও নীতি প্রণয়ন বিষয়ে প্রশিক্ষণ আয়োজন; টেকসই নগর, গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রচার কার্যক্রম পরিচালনা; জিআইএস, রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা; গবেষণা, প্রকাশনা এবং জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণে শিক্ষার্থীদের সহায়তা প্রদান; আন্তঃবিভাগীয় সহযোগিতা ও অ্যালামনাই সংযোগ জোরদার করা; এবং খেলাধুলা, সংস্কৃতি ও মানসিক সুস্থতা-সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।
সংগঠন কাঠামো
কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার জন্য প্ল্যানএক্স পাঁচটি বিশেষায়িত উইং-এর মাধ্যমে কাজ করবে: জিআইএস ও রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি, মিডিয়া ও যোগাযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, এবং খেলাধুলা ও সুস্থতা।
বর্তমান কমিটি ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে। পরবর্তীতে নিয়মিত নির্বাহী কমিটি গঠন করা হবে।