
বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র সরকারের অধীন পরিচালিত বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ‘ইউএসএইড’ বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিজনেস এন্ড এন্টারপ্রিনিউরশিপ স্কুলের প্রফেসর ড. মো. মামুন হাবিব, ইউএসএইড ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটির চিফ অব পার্টি মার্ক শিমান, ইউএসএইড’র ইকোনমিক গ্রোথ অফিসের সিনিয়র এডভাইজর ফারজানা ইয়াসমিন, প্রাইভেট সেক্টর এডভাইজর অনিরুদ্ধ হোম রায় ও ক্রিস মিসাভি।
উপাচার্য ইউএসএইড প্রতিনিধিদের খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। সৌজন্য সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, প্রাক্তন ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।