বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে তার কার্যালয়ে রবিবার বিকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিইগাতা জেলার সানজো সিটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ড. শাহরিয়ার আহমেদ। তিনি জাপানের সরকারি-বেসরকারি পর্যায়ের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট। জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের কোনো পদ নেই এবং প্রেসিডেন্ট হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী। সৌজন্য সাক্ষাতকালে প্রফেসর ড. শাহরিয়ার আহমেদ জাপানি বিশ্ববিদ্যালয়টির পরিচিতি ও জাপানের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. শেখ আজহারুল ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এবং সশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত