বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম গাইডেন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. হেদায়েত কিশলালি। মঙ্গলবার বেলা পৌঁণে ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তিনি উপাচার্যকে শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসা এবং তুরস্কের উচ্চশিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় অবহিত করেন। উপাচার্য তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং আগামীতেও শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জের আওতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। তিনিও উপাচার্যকে স্মারক উপহার তুলে দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম, প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক এবং সহকারী রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর হোসেন মাসুমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জের অংশ হিসেবে ইরাসমাস প্লাস কেএ১৭১ স্টাফ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে আসেন তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম গাইডেন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. হেদায়েত কিশলালি। তিনি গত রোববার ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে শিক্ষকদের সাথে মতবিনিময় এবং গত সোমবার শিক্ষার্থীদের সাথে মতবিনিময়সহ ‘তুর্কিয়ে অ্যাজ এ ট্যুরিজম ডেস্টিনেশন’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত