জন্মভূমি রিপোর্ট : বিভাগের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পিয়াল হাসান (২৪) নামে এক ভুয়া ডাক্তার গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার হেফাজত হতে খুমেক হাসপাতালের এমবিবিএস ডাক্তারের একটি নকল পরিচয় পত্র উদ্ধার হয়েছে। জব্দ হয়েছে- একটি ভোটার আইডি কার্ড, সেটাও আসল কিনা? এ নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে। তিনি কি উদ্দেশ্যে ভুয়া পরিচয় ধারণ করে হাসপাতালে প্রবেশ করেছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। তার বিরুদ্ধে সরকারি ডাক্তার হিসেবে অসত্য পরিচয় দেয়া ও জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। বুধবার ভোর রাতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার শেখ আনসার আলী এ মামলাটি দায়ের করেন, এজাহারে আসামির বয়স উল্লেখ করা হয়েছে ১৯ বছর। পুলিশ বলছে, তার প্রকৃত বয়স নিয়েও বিভ্রান্তি রয়েছে। সে খালিশপুর থানাধীন বড় বয়রা জংশন রোডস্থ দক্ষিণ মুজগুন্নি এলাকার জনৈক হাসানুর রহমান মন্টুর ছেলে। তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, আসামি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে নকল পরিচয়ে হাসপাতালে প্রবেশ করেছিল কিনা? বিগত দিনে সে কোনো অপরাধে জড়িত ছিল কিনা? এগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করার প্রস্তুতি চলছে।