জন্মভূমি ডেস্ক : আসন্ন কেসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাবাসীর প্রত্যাশা পূরণে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব। তালুকদার আব্দুল খালেক বলেন, বিগত দিনে মেয়র হিসেবে একাধিকবার পালন করেছি। অল্পসময়ে দায়িত্ব পালনকালে নগরবাসীর প্রত্যাশা পূরণে সাধ্যমত চেষ্টা করেছি। তিনি আরও বলেন, খুলনা সিটিকে ঢেলে সাজাতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এসব পরিকল্পনা বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জুন) নির্বাচনী গণসংযোগ, অভিভাবক সমাবেশ ও অ্যাডামস’র কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় খুলনা মহানগরীর খালিশপুরস্থ বৈকালী বাজার এলাকায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেন। এরপর তিনি বেলা ১১টায় খুলনা আলিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশে যোগদান শেষে দুপুর ১২টায় দৌলতপুর অ্যাডামস মিলনায়তনে অ্যাডামস কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিজেএ চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মনিরুজ্জামান বাশার, থানা আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ুন কবির, আব্দুল জব্বার, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, রায়েরমহল কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দৌলতপুর অ্যাডামস’র নির্বাহী পরিচালক মোঃ আসলাম, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী এনায়েত আলী আলো, সাধারণ সম্পাদক মোঃ শাহাজান জমাদ্দার, সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় (বিএল) কলেজ ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ দলীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত