জন্মভূমি রিপোর্ট : নগরীর খালিশপুর থানা এলাকায় মহসিন কলেজের প্রফেসর ড. নাজমুলের বাসভবনে গ্রীল কেটে চুরির পর তিন দিন পেরিয়ে গেলেও থানায় মামলা হয়নি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কেউ গ্রেফতার হয়নি, চোরাই মালামালও উদ্ধার হয়নি।
পুলিশ জানায়, খালিশপুর হাউজিং এস্টেট-এর (হোল্ডিং নং-৩৯) দ্বিতল ভবনটি অধ্যাপক নাজমুলের। শুক্রবার রাত ৮ টা থেকে ভোর ৪ টার মধ্যে ওই বাড়ীতে কেউ ছিলেননা। তখন বাড়ীর একটি কক্ষের জানালার গ্রীল কেটে চোর চক্রের সদস্যরা ভেতরে প্রবেশ করে। এরপর তারা দুইটি মোবাইল ফোন ও একটি সোনার আংটি নিয়ে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে ভুক্তভোগী পক্ষের কেউ থানায় অভিযোগ দায়ের করতে যাননি। এ ব্যাপারে জানার জন্য প্রফেসর নাজমুলের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু ফোনটি বন্ধ ছিল।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
খুলনায় অধ্যাপকের বাড়িতে চুরির তিন দিন পেরোলেও হয়নি মামলা
Leave a comment