জন্মভূমি ডেস্ক : বিএনপি-জামায়াশ সহ সমমনা জোটের দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন খুলনা থেকে দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে স্থানীয় রুটে যান চলাচল ছিল স্বাভাবিক। অবরোধে রাজপথে বিএনপি-জামায়াতের কোস মিছিল সমাবেশ চোখে পরেনি। বিএনপির দলীয় কার্যালয় দশ দিন ধরে বন্ধ রয়েছে।
বাসের কন্ডাক্টর-হেলপাররা জানান, যাত্রী না হওয়ার কারণে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাস ছাড়া যাচ্ছে না। তবে, খুলনা ট্রেন স্টেশন থেকে যথারীতি গন্তব্যস্থলের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গেছে। এছাড়া নগরীতে রিকশা ও ইজিবাইক স্বাভাবিকভাবে চলাচল করেছে।
এদিকে, গত ১০দিন ধরে নগরীর কে ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় বন্ধ রয়েছে। গতকাল রবিবার অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীদের কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার এড়াতে দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নগরীর পাড়ায়-মহল্লায় অবরোধের সমর্থনে মিছিল বের হচ্ছে বলে বিএনপির এক নেতা জানান।
অপরদিকে সড়ক পথের নিরাপত্তায় খুলনা মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে নগরীর সড়কগুলোতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে নগরীতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। আপাতত এক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। প্রয়োজন পড়লে এই সংখ্যা বাড়ানো হতে পারে।