বিজ্ঞপ্তি : আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, জেলার ১৩০ জন ভিডিপি সদস্যদের ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন অধিনায়ক ৩ আনসার ব্যাটালিয়ন চন্দন দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমুজ্জামান। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি জেলা কমান্ড্যান্ট রুকশানা শারমিন, সহকারি জেলা কমান্ড্যান্ট আব্দুল্লা আল মামুন, কোম্পানী কমান্ডার ৩ আনসার ব্যাটালিয়ন মোঃ নুরুজ্জামান, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত