জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ১ টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগজিন এবং ৪ রাউন্ড পিস্তলের গুলিসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: রফিকুল ইসলাম খান ওরফে বেলাল (৩৩) সোনাডাঙ্গা মডেল থানার হাজী আকিল উদ্দিন সড়ক সবুজবাগ এলাকার মো: শাহ আলম খানের পুত্র।
কেএমপি সূত্র জানায়, শনিবার রাত্র সোয়া ১১টার দিকে মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণটানা থানার ময়ূরব্রীজ মোড় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বেলালা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগজিন এবং ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে হরিণটানা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বেলাল ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নগরীতে অবৈধ অস্ত্র ব্যবসা ও উক্ত অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে এবং তার বিরুদ্ধে ১টি মাদকের মামলাও রয়েছে।